মেয়েরা সাধারণত দেখতে সুদর্শন, ভালো চাকরি করে, এমন ছেলে প্রেমের প্রস্তাব দিলে রাজি হয়ে যায়। কিন্তু সুদর্শন আর ভালো চাকরি করলেই যে সে ভালো প্রেমিক হয়ে যাবে এমন কোন কথা কিন্তু নেই। প্রেমিক হিসেবে ছেলেটি আসলে কেমন, সেটা কিন্তু প্রেম করার পরই বোঝা যায়। আর আসল সমস্যা তখনই শুরু হয়।
আপনার প্রেমিক আসলে কেমন, এটা জানতে হলে তার ভেতর কিছু লক্ষণ আছে কিনা সেটি ভালো করে খেয়াল করুন। যে ছেলের মধ্যে এই বিষয়গুলো খুঁজে পাবেন, সেই সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে। সেই বিষয়গুলির তালিকা নিচে দেওয়া হল-
১. আপনি ভালো না মন্দ, সেই বিচার করার কোনো ইচ্ছাই তার নেই। আপনাকে ভালোবাসে, এটাই তার জন্য যথেষ্ট। এমন প্রেমিক সেরা না হয়ে পারে, বলুন?
২. তার কোনো বিষয়ে আপনি বিরক্ত হলে সে দ্রুত সেটা বদলে ফেলার চেষ্টা করে, যাতে আপনি মনে কষ্ট না পান। আপনাকে হারানোর ভয়ে সে সবকিছু করতেই রাজি। এমন মানুষকে ভুলেও হাতছাড়া করবেন না।
৩. ঝগড়ার সময় সে কখনোই জিততে চায় না। আপনার সব রাগ সে নীরবে সহ্য করে। এর মানে এই নয় যে সে আপনাকে ভয় পায়। আপনার প্রতি তার ভালোবাসা সবকিছু মেনে নিতে বাধ্য করে।
৪. কোনো ভুল করলে দুঃখিত বলতে সে একটুও দেরি করে না। কারণ, আপনি মন খারাপ করে থাকলে তার ভালো লাগে না। যেভাবেই হোক সে আপনাকে খুশি দেখতে চায়। আর এ জন্য সে তার নিজের অহমকে গুরুত্ব কম দেয়।
বিডি-প্রতিদিন/ ৪ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৩