স্তন ক্যানসারের হার দিনের পর দিন বেড়েই চলেছে। আর এই রোগে বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন নারীরা। রোগটি নিয়ে চলছে একের পর এক গবেষণা, আর উঠে আসছে বিভিন্ন ফলাফল। এক গবেষণায় জানা গেছে, ফর্সা নারীদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে এ রোগ নারীর জীবনযাপন, খাবারের অভ্যাস, কতগুলো সন্তান আছে- এমন অনেকগুলো বিষয়ের সঙ্গেও সম্পর্কিত।
ব্রিটিশ জার্নাল অব ক্যানসারে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষকদল। গবেষণায় দেখা গেছে শ্যামবর্ণ নারীদের অন্যান্য নারীদের তুলনায় স্তন ক্যানসারের ঝুঁকি ১৫ শতাংশ কম থাকে।
গবেষণা থেকে আরও জানা যায় যে, যেসব নারীদের সন্তানের সংখ্যা বেশি এবং তারা দীর্ঘদিন ধরে তাদের স্তন্যপান করিয়েছেন, তাদের ক্ষেত্রেও এই মারণ রোগের সম্ভাবনা অনেকটাই কম। যেসব মায়েরা 'ফিগার ঠিক' রাখার নামে সন্তানকে স্তন্যপান করান না, তাদের স্তন ক্যানসারে আক্রান্তের সম্ভাবনা প্রবল।
স্থুলতা, অতিরিক্ত অ্যালকোহল পান স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ফাস্ট ফুড, আগুনে ঝলসানো মাছ-মাংস (বারবিকিউ) স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ কারণে স্তনের যেকোনো ধরনের পরিবর্তন বা ত্বকের পরিবর্তন দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলা হয়েছে। যত দ্রুত সমস্যা ধরা পড়বে, তত তাড়াতাড়ি ব্যবস্থা নিলেও এই রোগ সহজেই সমাধান করা যাবে। অন্যথায় শুধু স্তন কেটে বাদ দেয়াই নয়, অকাল মৃত্যু পর্যন্ত ডেকে আনবে এ মারণ রোগ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ