সন্তান হয়ে গেলে নাকি যৌনজীবন ঝিমিয়ে পড়ে? এমনটাই তো মনে করেন বেশিরভাগ দম্পতি। আধুনিক গবেষকরা কিন্তু জানাচ্ছেন, এই ধারণা একেবারে ভুল। মনোবিদদের মতে, প্রথম সন্তান ধারণের পরেই নাকি নতুন করে জোয়ার আসে দাম্পত্যে।
প্রায় দু’লক্ষ দম্পতির ওপরে সমীক্ষা চালিয়েছিল ব্রিটেনের একটি ওয়েবসাইট। এদের প্রত্যেকেই দু’বছর বা তার আগে সন্তানের জন্ম দিয়েছেন। দম্পতিদের ৯৪ শতাংশ জানিয়েছে, নিজেদের যৌনজীবন নিয়ে তাঁরা তৃপ্ত। সন্তানধারণ এবং তার পরের কয়েকদিনের সময়কাল বাদ দিলে চুটিয়ে যৌনতা উপভোগ করেছেন তারা। এঁদের মধ্যে ৬০ শতাংশের মত, সন্তান জন্মের পরই নাকি তাঁদের যৌন ইচ্ছা বেড়েছে।
সন্তানের জন্ম দেওয়ার পরে নিজেদের চেহারা, বিশেষত শারীরিক গড়ন নিয়ে হীনমন্যতায় ভোগেন অনের নারী। তারা মনে করেন, শারীরিক গড়ন নষ্ট হয়ে যাওয়ার ফলে সঙ্গীর কাছে বোধহয় তাদের আকর্ষণ কমে যাবে। পুরুষরা অবশ্য উল্টো কথা জানাচ্ছেন। তারা বলছেন, সন্তানের জন্মের পরে স্ত্রীদের আরও আকর্ষণীয় মনে হয় তাদের।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল