চরম মুহূর্ত হাতছানি দিচ্ছে আপনাকে? অথচ আপনি বিরক্ত হয়ে গেছেন একই রকম ছন্দে। তাহলে এবার অন্যরকম করে একটু ভাবতেই হবে আপনাকে। সময়টা একটু স্পাইসি করে তুলতে একবার চোখ রাখুন নীচের টিপসে।
মিলনের আগে এই বেডরুম গেমে একটা কথা মাথায় রাখতেই হবে, চট করে প্রধান বিষয়ে ঢুকে পড়লে চলবে না। ধীর-স্থির নীতিই কিন্তু আপনার আরও কাছে আসতে মরিয়া করে তুলবে আপনার সঙ্গিনীকে।
তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, স্থূলকায় শরীর অধিকাংশ সময়েই বড় অন্তরায় হয়ে দাঁড়ায় যৌনতার ক্ষেত্রে। আবার শরীরে মেদ জমলে কমে যেতে পারে যৌন ক্ষমতা। তাই মেদ থাকলে কিন্তু আপনার উষ্ণতার পারদে প্রভাব পড়তে পারে।
আরও একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। তা হল, ম্যাজিক ওয়ার্ডস। অনেকেই এই বিষয়ে অবগত। তাও বলে রাখা ভালো যে, এমন কিছু কিছু কথা আছে যা আপনার পার্টনারকে আরও উদ্বুদ্ধ করবে এই সময়। সেই গোপন কথা বা ম্যাজিক ওয়ার্ডস কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৭/ফারজানা