এবার শিশুদের মাংসপেশি মজবুত করবে ভায়াগ্রা। সম্প্রতি নতুন এক গবেষণার এমনই তথ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরলেন মার্কিন বিজ্ঞানীরা।
মার্কিন বিজ্ঞানীদের দাবি, যৌন কর্মক্ষমতা বৃদ্ধিতে ব্যবহৃত ভায়াগ্রা এবং সিয়েসিল ছেলেদের মাংসপেশি সংক্রান্ত ডুসেন মাসকুলার ডেস্ট্রোফি (ডিএমডি) রোগের চিকিৎসার জন্য কার্যকর ভুমিকা নিতে পারে।
এই গবেষণা থেকে জানা যায়, ভায়াগ্রা ও সিয়েলিস ডিএমডি রোগের শিকার ছেলেদের রক্ত সঞ্চালনে পরিবর্তন করে। বৈজ্ঞানিকরা মনে করেন এই ওষুধের সাহায্যে রোগের প্রভাব কম করা সম্ভব। ডিএমডি রোগের শিকার বাচ্চাদের মাংসপেশী ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এবং এর ফলে তারা চলাফেরা করতে অক্ষম হয়ে পড়ে।
লস অ্যাঞ্ডেলেসের সিডার-সিনাই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিকরা ডিএমডি রোগের শিকার দশ জন বালকের ওপর গবেষণা করেন। সকলকেই ভায়াগ্রা ও সিয়েলিস খাওয়ানো হয়। কয়েকঘন্টা বাদে ওই বাচ্চাদের মাংসপেশীতে রক্তের প্রভাব মাপা হয় এবং এরপর তা সুস্থ বাচ্চাদের স্বাস্থ্যের সঙ্গে তুলনা করা হয়। ভায়াগ্রা ও সিয়েলিসের প্রভাবে পীড়িতদের মাংসপেশিতে রক্তের সঞ্চারে সুপ্রভাব দেখা যায়।
বিডি-প্রতিদিন/ ২ আগস্ট, ২০১৭/ তাফসীর