বিভিন্ন জনকে বায়োডেটা পাঠাচ্ছেন চাকরির জন্য। পাশাপাশি একের পর এক পরীক্ষা-ইন্টারভিউ দিয়ে চলেছেন। এতকিছুর পরেও কিন্তু ফলাফল শূন্য। যার ফলে সবমিলিয়ে হতাশা আপনাকে গ্রাস করেছে। তাহলে একবার চোখ বুলিয়ে নিতে পারেন কিছু ফেং সুই পরামর্শের দিকে৷ কে জানে হয়তো এই পরামর্শ আপনার সমস্যা সমাধান করলেও করতে পারে-
১) ঘরের উত্তর দিককে জীবনের রাস্তা হিসেবে মনে করা হয়৷ এর সঙ্গে আমাদের ক্যারিয়ার এবং জীবন এবং আমাদের এনার্জি ওতেপ্রোতভাবে জড়িয়ে৷ তাই এই দিকে সফল ব্যক্তিদের ছবি রাখুন, যাদের আপনি আদর্শ হিসেবে মনে করেন৷
২) উত্তরের দিকে আয়না বা অ্যাকোয়ারিয়াম বা পানির সঙ্গে যুক্ত কোনও কিছু রাখতে পারেন৷ এমন করলে লাভ আপনারই৷
৩) উত্তরের দিকে নীল বা কালো রং করাতে পারেন, এটি আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে ভালো প্রভাব ফেলতে পারে৷
৪) মাথায় রাখবেন আপনার বাড়ির মুখ্য দরজা খোলার ক্ষেত্রে আশেপাশে যেন কোনও বাধা না থাকে৷
৫) আপনার আলমারির জিনিসপত্র যেন গোছানো থাকে৷ পাশাপাশি শোওয়ার ঘর কোনও আবর্জনা বা বাজে জিনিসে ভরিয়ে তুলবেন না৷
৬) ঘরের দক্ষিণ-পূর্ব দিক ধন-সম্পত্তির যোগ থাকে, তাই এই দিক নিয়েও একটু যত্নবান হওয়া প্রয়োজন৷
তবে এসবের পরেও একটা কথা মাথখায় রাখতেই হবে আপনার চেষ্টাই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে৷ তাই পরিশ্রমই শেষ কথা৷
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর