হাতের দিকে তাকালে একটা বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন, নখে মাঝেমধ্যেই সাদা সাদা দাগ দেখা দেয়। কিন্তু কী কারণে নখে এমন সাদা দাগ দেখা সে সম্পর্কে আমরা অবগত নই। এবার নখের সেই সাদা দাগের কারণ জানালেন বিশেষজ্ঞরা।
নখে সাদা দাগের কারণ হিসেবে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে, যখন শরীরে ক্যালশিয়ামের ঘাটতির সমস্যা দেখা দেয়, তখনই লক্ষ্যণস্বরূপ নখে এরকম সাদা সাদা দাগ দেখা দেয়। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নখে পাঙ্কটেট লিউকোনচিয়া দেখা দিলেই এমন সাদা দাগ দেখা দেয়।
সাদা দাগ প্রথমে নখের শেষ ভাগ থেকে দেখা দিতে শুরু করে। ক্রমশ তা সামনের দিকে দেখা যায়। তবে চিন্তার বিষয় হিসেবে তারা জানাচ্ছেন, নখের সাদা দাগ যদি পুরো নখেই দেখা যায়, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।
পুরো নখে সাদা দাগ ছড়িয়ে পড়ার কারণ, আপনার লিভারের সমস্যা, কিডনি ফেলিওর কিংবা হৃদরোগ দেখা দিতে পারে। এছাড়া, রক্তে প্রোটিনের মাত্রা কমে গেলেও দেখা দিতে পারে এমন দাগ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর