মোবাইল গেমসের ইন-অ্যাপ'র ক্ষেত্রে পুরুষদের চেয়ে ৭৯ শতাংশ বেশি খরচ করেন নারীরা, এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে। জানা গেছে, কোন অ্যাপ ইনস্টলের পর ১৬.৭ শতাংশ ক্ষেত্রে ইন-অ্যাপ কনটেন্ট কিনে থাকেন নারী ব্যবহারকারীরা। ভবিষ্যতে তাই এই দিকে নজর দিতে উদ্বুদ্ধ করা হয়েছে গেমস ডেভেলপারদের।
কোন অ্যাপ নারীদের কাছে আকর্ষণীয় করতে পুরুষের চেয়ে ০.১৮ মার্কিন ডলার বেশি খরচ হয়। মহিলাদেরকে সবচেয়ে মূল্যবান গেমারও বলা হয়েছে সেই প্রতিবেদনে। মোবাইল গেমিং বাজার গবেষণা প্রতিষ্ঠান লিফটঅফ ২০১৭ সালের জুন মাস থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত ৩৫০টি অ্যাপ থেকে তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে।
২০১৬ সালের সঙ্গে ২০১৭ সালের তথ্য তুলনা করে দেখা গেছে, নারী গেমারদের ইন-অ্যাপ পারচেসের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। এবারের গবেষণার ফলাফল এবং পূর্বে এই ধরনের গবেষণা ডেভেলপারদেরকে নারীদের জন্য আরও বেশি গেম তৈরিতে উদ্বুদ্ধ করতে পারে। অন্তত পাজল গেমের মতো সবচেয়ে জনপ্রিয় শ্রেণির গেমগুলোর ক্ষেত্রে এমনটা হবে বলে ধারণা করা হচ্ছে।
লিফট অফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অ্যান্ড্রয়েডের চেয়ে আইওএস গেমারদের খরচের হার বেশি। এশিয়ার গেমারদের ইন-অ্যাপ পারচেসে আগ্রহী করতে বেশি খরচ হয় বলেও জানানো হয়েছে। রাশিয়া, ইউরোপ, মধ্য প্রাচ্য এবং আফ্রিকার গ্রাহকরা এতে তুলনামূলক বেশি আগ্রহী বলে দেখা গেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর