রুচি, ভালোলাগার ভিত্তিতে প্রত্যেক মানুষ সঙ্গী বেছে নেন। বিশেষ কিছু বৈশিষ্ট্যের পুরুষ আছেন যাদের এড়িয়ে চলেন নারীরা। শুধু নারীদের কাছে নন, কিছু বৈশিষ্ট্যের কারণে সমাজেও সমালোচিত হতে পারেন সেসব ব্যক্তি। এসব বৈশিষ্ট্য হলো-
অপরিচ্ছন্নতা:
মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই ভালবাসেন। তাই ফিটফাট পুরুষদেরই তারা পছন্দ করেন।
কৃপণতা :
কৃপণ ব্যক্তিদের সঙ্গী হিসেবে কেউই পছন্দ করে না। ঘুরতে বের হলে টাকা বাঁচাতে আপনার নানা কসরত দেখলে বান্ধবী বিরক্ত হবেই। বাড়াবাড়ি করলে পকেটে টাকা থাকলেও দীর্ঘ পথে সঙ্গী হিসেবে পাবেন না কাউকে।
মাতৃভক্ত :
মা-বাবার প্রতি ভক্তি-শ্রদ্ধায় কারো আপত্তি করার কথা নয়। তবে ছোট-খাটো বিষয়েও যে পুরুষ ফোন করে বাবা-মার অনুমতি চান তাদের প্রেমিক তো দূরের কথা বন্ধু ভাবতেও অপছন্দ করেন নারীরা।
শিশু-বিরোধী:
যে পুরুষ শিশুদের দেখলে বিরক্ত বোধ করেন তাদের কপালে বিপদ আছে। শিশুদের দেখলে কোলে নিয়ে আদর করার ইচ্ছে করে না এমন পুরুষদের সঙ্গী হিসেবে খুব একটা পছন্দ করে না নারীরা।
চিরশিুশু:
নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারেন না কাউকে ভরসা দিতে পারেন না এমন পুরুষদের প্রেমিক বা সঙ্গী হিসেবে পছন্দ নয় অধিকাংশ নারীর।
বিডি প্রতিদিন/হিমেল