কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে বিশ্বব্যাপী হসপিটালিটি খাত ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। মহামারির শুরুতে চলমান লকডাউন শেষ হওয়ার পরে অনেক হোটেল সীমিত পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা শুরু করে।
প্রয়োজনীয় সকল সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে লা মেরিডিয়ান ঢাকাও অতিথিদের ডাইন-ইন অভিজ্ঞতা দিতে তাদের পুলসাইড রেস্টুরেন্ট উন্মুক্ত করেছে।
পুলসাইড রেস্টুরেন্ট অতিথিদের দুপুর ও রাতের খাবার উপভোগের জন্য দুপুর ১২টা থেকে রাত ১১:৩০ পর্যন্ত সপ্তাহের ৭ দিনই উন্মুক্ত থাকবে। বুকিংয়ের ভিত্তিতে পুল সাইডে ছোট অনুষ্ঠানও আয়োজন করা যাবে। ভেন্যু ভাড়া বাবদ অতিথিদের কোন অর্থ ব্যয় করতে হবে না।
এ নিয়ে লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, ‘আমরা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এ মহামারির কারণে বিশ্বব্যাপী হসপিটালিটি খাতের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। প্রয়োজনীয় সকল সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে আমরা অতিথিদের জন্য সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছি। আমরা আশা করছি, এ সঙ্কটকালীন সময় খুব শিগগিরই শেষ হয়ে যাবে। লা মেরিডিয়ান ঢাকার পুলসাইডে আমাদের অতিথিদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন