ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) -এ অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ফ্লো নিবেদিত ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভ্যালের প্রথম পর্ব। অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু ছিল, মানসিক, শারীরিক ও আত্মিক স্বাস্থ্য। দুইশত শিক্ষার্থী দিনব্যাপী রিসার্চ হলে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের এই আয়োজনে অংশগ্রহণ করেন।
ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ডায়াবেটিস ও হৃদরোগের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ধ্যান ও ইয়োগার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন।
ঢাকা ফ্লো-এর ইয়োগা প্রশিক্ষক ও সহপ্রতিষ্ঠাতা সাজিয়া ওমর বলেন, সুস্থতাকে সামগ্রিকভাবে আত্মস্থ করতে হবে। সুস্থ জীবনযাপনের পরিবেশ তৈরি করতে হলে আমাদের একত্রিতভাবে কাজ করতে হবে যদি আমরা একটি দেশ হিসেবে এসডিজি, স্বাস্থ্য এবং সুস্থতা অর্জন করতে চাই।
বিডিপ্রতিদিন/কবিরুল