মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, মুক্তিযুদ্ধকালে জামায়াতে ইসলামী, রাজাকার, আলবদর ও আলশামস সদস্যরা পাকহানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে এদেশের মুক্তিকামী মানুষকে নির্বিচারে হত্যা করেছে। তারা মা-বোনদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। তাদের ভূমিকা পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে। তা না হলে মানুষ ইতিহাস ভুলে যাবে। ভুলে গেলে দেশপ্রেম থাকবে না। তিনি আরও বলেন, শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা লিখলেই চলবে না। ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসও তুলে ধরতে হবে।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের নিকলী উপজেলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় আগামী দিনে মুক্তিযোদ্ধাদের ভাতা আরও বৃদ্ধি করারও আশ্বাস দেন তিনি।
সংসদ সদস্য আফজাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ প্রমুখ।
এর আগে, নবনির্মিত নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মন্ত্রী। পরে বিকেলে বাজিতপুর উপজেলাতেও নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ সময় জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী একেএম আমিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব