জনগণকে সঙ্গে নিয়ে দেশ থেকে মাদক নির্মূল করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মাদকবিরোধী প্রচার অভিযান চলবে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, এরপর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম