যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, আমার বাবার খুঁনিদের বিচার চাই। অকালেই বাবা হারা হয়েছি। যার বাবা নেই, সেই বুঝে পিতা হারার বেদনা। বিএনপি মদদপুষ্ট সন্ত্রাসীরা আমার বাবাকে দিন দুপুরে গুলি করে হত্যা করেছে। সেই বিএনপি সন্ত্রাসীদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।
সোমবার (৯ নভেম্বর) বিকালে টঙ্গী থানা আওয়ামী-লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক এমপি শহিদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন উপলক্ষে টঙ্গী চেরাগআলী এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
তিনি আরও বলেন,আমার পিতার আদর্শ নিয়েই জনগণের সেবা করতে চাই। টঙ্গী ও গাজীপুরের মানুষ আহসান উল্লাহ মাষ্টারকে যেভাবে ভালোবেসেছিলেন, সেই ভালোবাসার কারণেই পরপর চারবার ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিছেন। আমিও আপনাদের পাশে থেকে উন্নয়ন করে যাচ্ছি।
এসময় টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজব আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী-লীগনেতা মতিউর রহমান মতি, আসাদুর রহমান কিরণ, কাজী ইলিয়াছ, যুবলীগ নেতা আহব্বায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ