পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, দেশের সকল দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে ছিল ভবিষ্যতেও পাশে থাকবে। যেখানেই মানবতা সেখানেই শেখ হাসিনার কর্মী হিসেবে আমরা আওয়ামী লীগ থাকি। ভবিষ্যতেও থাকবো।
আজ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র দুস্থদের মাঝে শীতবস্ত্র এবং গৃহহীন অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন তিনি।
শরীয়তপুরের তার নির্বাচনী এলাকার সখিপুরে সাড়ে ৯ হাজার মানুষের মাঝে বাংলাদেশ আওয়ামীলীগ ও তার মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের পক্ষে শীতবস্ত্র হিসেবে সাড়ে ৯ হাজার পিস কম্বল বিতরণ করেন। এছাড়া সখিপুর থানার ২ শত পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য সরকারী ভাবে ৬ হাজার করে টাকাসহ ২ বান্ডেল করে ৪শত বান্ডেল ঢেউ টিন এবং ১২ লক্ষ টাকা বিতরণ করেন।
এসময় ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভির আল নাফিসসহ স্থানীয় সখিপুর থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। পড়ে চরভাগা তারনিজ এলাকায় ইমামদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল