নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য লিডারশিপের কারণে আজ উন্নয়নের সুফল ভোগ করছে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বেই বহুকাঙ্খিত পদ্মা সেতু জয় করেছে বাংলাদেশ। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের দেশের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে। মঙ্গলবার দিনাজপুর জেলার সড়ক ও জনপথ বিভাগের চলমান ও বাস্তবায়িত প্রকল্পসমূহের বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এমন একজন মানুষ যিনি বাংলাদেশের প্রতিটি জেলা এবং প্রকল্পের খবর রাখেন। যখন যেই জেলার কথা মনে পড়ে কিংবা প্রয়োজন হয় তখনই সেই জেলার বিষয়ে খোঁজ-খবর নেন।
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলার সড়ক ও জনপথ বিভাগের চলমান ও বাস্তবায়িত প্রকল্পসমূহের বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই।
জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. সুরুজ মিয়া, সড়ক ও জনপথ বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, ঘোড়াঘাট পৌরসভার মেয়র মো. আব্দুস সাত্তার মিলন, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, পার্বতীপুর পৌরসভার মেয়র এজেডএম মেনহাজুল হক, বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো. জুলফিকার হোসেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান রাফে আলম খন্দকার শাহেনশাহ, কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ফুলবাড়ী সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মোল্লা, সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী সমীর কুমার বসাক প্রমুখ।
দিনাজপুর সড়ক বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প প্রজেক্টরের মাধ্যমে ভিডিওচিত্র উপস্থাপনা করেন দিনাজপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান সরকার।
বিডি প্রতিদিন/আল আমীন