পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। আমরা সারা বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চাই।
শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। সে কারণে তিনি জাতিসংঘে শান্তির সংস্কৃতি ও মানুষের ক্ষমতায়ন বিষয়ক প্রস্তাব তুলেছেন। সেই প্রস্তাব পাশও হয়েছে। আমরা সারাবিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে চাই।
উল্লেখ্য, শনিবার থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ভার্চুয়ালি এই সম্মেলনের উদ্বোধন করবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন