পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, ‘পদ্মা সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চল হবে বিজনেস হাব। তখন অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। কিন্তু সেই তুলনায় দক্ষ জনবল গড়ে উঠছে না। চাকরির সুযোগ নিতে নতুন প্রজন্মকে লেখাপড়ার মাধ্যমে মেধা ও দক্ষতা উন্নয়ন করতে হবে। তাহলে তারাই নতুন কর্মসংস্থান পাবে। নতুন প্রজন্মকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে প্রধানমন্ত্রীর লক্ষ্য অনুযায়ী সমৃদ্ধশালী দেশ হবে। গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলা।’
বরিশাল সদর উপজেলার তালতলী বাজার থেকে লামছরিহাট পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ভিত্তি উদ্বোধন করে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আজ শনিবার বেলা ১২টার দিকে নামফলক উন্মোচন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় পানি উন্নয়ন বোর্ড বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার, নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, তালতলী বাজার থেকে লামছরিহাট পর্যন্ত ৩ কিলোমিটার বিটুমিনাস কার্পেটিং সড়কটি দির্ঘদিন ধরে যান চলাচলের অনুপযোগী। একটি প্রকল্পের আওতায় ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। সড়কটি নির্মিত হলে ওই এলাকার অর্ধ লক্ষাধিক মানুষ উপকৃত হবে।
উদ্বোধন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী চরবাড়িয়া ও শায়েস্তাবাদ এলাকার ২ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা