বিএনপি নেতাদের উদ্দেশে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য চোরাগলি খুঁজে লাভ হবে না। দেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিন ক্ষমতায় থাকবে। ফাঁকা মাঠে বুলি আউরিয়ে লাভ হবে না।
আজ রবিবার বিকালে সংসদ ভবনের নিজ বাসা থেকে ভাচুয়ালি সংযুক্ত হয়ে নড়িয়ার চামটা ইউনিয়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপমন্ত্রীর রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন ও আওয়ামী লীগের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় মানবতার পাশে থাকেন। সকল দুর্যোগে একমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগই গরীব অসহায় মানুষের পাশে ছিলেন, আছেন ও আগামীতেও থাকবেন। মুখে বড় বড় কথা বললেও অন্য কোন দলকে মানুষের পাশে থাকতে দেখা যায় না। তারা সরকারকে কিভাবে বেকদায় ফেলে সহজ পথে ক্ষমতায় আসবে, সেই চিন্তায় মত্ত। তারা জনবান্ধব দল নয়, তারা আত্মবান্ধব দল। মানুষের জন্য কাজ না করে, মানবতার পাশে না থেকে ক্ষমতার মসনদে যাওয়াও যায় না, টিকেও থাকা যায় না। বিএনপি ক্ষমতায় থাকতে মানুষের জন্য কাজ না করে, নিজেরা সম্পদের পাহাড় করেছিল, দেশের সম্পদ লুটেপুটে খেয়েছিল, বিদেশে অর্থ পাচার করেছিল। ক্ষমতায় যেতে না পেরে, দেশে জ্বালাও পোড়াও করেছে, মানুষ হত্যা করেছে। অমানবিক দল হিসেবে বিএনপি জনগণের কাছে স্বীকৃত, জনধিকৃত দল।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ কাইয়ুম, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবর পাইক, চামটা ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী, চামটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত