মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে গুলি বিনিময় হয়। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে আপাতত ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
উপজেলার টেংরার চর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৮টার দিকে প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে গোলাগুলি হয়। এ সময় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হবে।