কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজ রবিবার সকাল ৮টা থেকে দেশের ৪৩ জেলার ৯১ উপজেলায় চলছে চতুর্থ পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে। ৫ হাজার ৮৮৪টি কেন্দ্রে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
৪৮৭টি উপজেলার মধ্যে তিন পর্বে প্রায় ৩০০টিতে বিজয়ীর হিসেবে এগিয়ে থাকা বিএনপি নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ করে আসছে। ইসির বিরুদ্ধেও অভিযোগ রয়েছে তাদের।
আজ চতুর্থ পর্বে ভোটগ্রহণের পর আগামী ৩১ মার্চ পঞ্চম পর্বে ৭৪ উপজেলায় ভোট হবে। বাকিগুলোতে ভোট হবে আগামী মে মাসে।