চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম দফার ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন। এ দফায় সোমবার ৩৪টি জেলার ৭৩ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত ঘোষিত ৭১টি উপজেলার মধ্যে ৫৪টিতেই বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রাথীরা। ১২টিতে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী, জামায়াত তিনটিতে ও একটিতে জনসংহতি সমিতি এবং একটিতে ইউপিডিএফের প্রার্থী বিজয়ী হয়েছেন।
এছাড়া অনিয়ম ও গোলযোগের কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রাখায় এই উপজেলার ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচনে আদালতের নিষেধাজ্ঞা থাকায় এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
ভোটগণনা শেষে সংশ্লিষ্ট উপজেলার রিটার্নিং অফিসার বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।