'উপজেলা নির্বাচন যতটা খারাপ বলা হচ্ছে ততটা খারাপ হয়নি। তবে সুষ্ঠু নির্বাচনের অতৃপ্তি কমিশনের রয়ে গেছে' নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এ দাবি জ্নান।
আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহনেওয়াজ এসব কথা বলেন।
ইসি বলেন, “বাংলাদেশে কখনই নির্বাচনই শতভাগ সুষ্ঠু হয়নি। তাই সুষ্ঠু নির্বাচনের কথা বলা যাবে না, অতৃপ্তি থেকেই যাবে।”
অনেক স্থানে সহিংসতার কারণে কমিশন থেকে ভোটগ্রহণ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হলেও ভোটগ্রহণ কেন চলছিল সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, “নির্বাচনী কর্মকর্তারা স্থানীয় হওয়ার কারণে তারা নির্দেশ পালন না করে ভোটগ্রহণ অব্যাহত রেখেছেন। নির্বাচনী কর্মকর্তারা যথাযথ দায়িত্ব পালন করেননি।”
নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, “অনেক অভিযোগ সরাসরি এসেছে। কিন্তু কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেনি। তবে অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে।”
শাহনেওয়াজ বলেন, “এজন্যই কিছু আইন সংস্কার দরকার। এজন্য গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত নির্বাচন বাতিলের ক্ষমতা ইসির হাতে দিতে হবে। তাহলে অপরাধের জায়গাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া যাবে।”