রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দেশ বরেণ্য সাংবাদিক, কলামিস্ট এবিএম মূসাকে শেষ শ্রদ্ধা জানালেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ শত শত মানুষ।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এবিএম মূসার মরদেহ নেওয়া হয়। সেখানে তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে আসেন শত শত মানুষ।
শ্রদ্ধা নিবেদনের পর প্রেস ক্লাবে বাদ জোহর এবিএম মূসার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি ফেনীর উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
ফেনীর মিজান ময়দানে বাদ মাগরিব তৃতীয় জানাজা হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি ফুলগাজীর কুতুবপুরে নেওয়া হবে এবং পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে তাকে শায়িত করা হবে।
উল্লেখ্য, বুধবার বেলা সোয়া ১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের প্রবীণ সাংবাদিক এবিএম মূসা মারা যান।