মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাটে চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা বন্ধের নির্দেশ দিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি।
এসময় ঘাট ইজারাদার, বিআইডব্লিউটিসি, পুলিশ সবার উদ্দেশে নৌ-পরিবহন মন্ত্রী বলেন, 'কাওড়াকান্দি ঘাটটি আড়াই থেকে তিন কোটি টাকায় ইজারা দেওয়া যেত, কিন্ত তা না করে সামান্য টাকায় ইজারা দেওয়া হচ্ছে। এ সুবিধা দেওয়া হচ্ছে স্থানীয়দের সুবিধার জন্য। তারপরও যদি ঘাটে বিভিন্ন পরিবহন থেকে অতিরিক্ত চাঁদা আদায় করা হয় সেটা দুঃখজনক। সেটা হলে তা বরদাস্ত করা হবে না।'
মন্ত্রী বলেন, '৪০ টাকার জায়গায় যদি এক হাজার টাকা নেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই সেটা নিয়ে বিদ্রোহ হবে। এ ধরনের ঘটনা যারা করে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে নির্দেশনা দিয়েছেন সে মোতাবেক আমি ব্যবস্থা নেব।'
তিনি আরও বলেন, 'ফেরিঘাট দিয়ে যারা যাতায়াত করে তারা অনেকেই স্বেচ্ছায় ১০ টাকা ২০ টাকা বকশিষ দিয়ে যায়। সেটা নেওয়ার ব্যাপারে তো কারো কোনও আপত্তি থাকে না, কিন্তু প্রশ্নটা হলো যখনই জুলুম করা হয় এটাই হলো চাঁদাবাজি। এটা বন্ধের জন্য ব্যবস্থা নিতে হবে।'
জেলা প্রশাসক জিএমএম জাফরউল্লাহ’র সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সামুদ খান, বিআইডব্লিইটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যাবস্থাপক সালাম হোসেন বক্তব্য রাখেন।