মেজর জেনারেল এম এ মঞ্জুর হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা তিন মাসের সময় চেয়ে আবেদন করেছেন। আজ মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মাহমুদ ফিরোজের আদালতে এ আবেদন করা হয়।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আসাদুজ্জামান খান প্রথম বলেন, তদন্ত শেষ না হওয়ায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ সময় চেয়ে আবেদন করেছেন। সময়ের আবেদনে বলা হয়, নিহত মঞ্জুরের স্ত্রী ও সন্তান কে কোথায় কীভাবে আছেন, তা শনাক্ত করা সম্ভব হয়নি। আগের তদন্তে কোথায় কোথায় ত্রুটি আছে, তা চিহ্নিত করার চেষ্টা চলছে। এ কারণে সময়ের প্রয়োজন।
এ মামলার বিচার চলছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে।