মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলার শুনানিতে হাজিরা দিতে আদালতে হাজির হয়েছেন মামলার প্রধান আসামি হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ মঙ্গলবার সকালে আদালতে যান তিনি। আদালতে আরও উপস্থিত রয়েছেন- মামলার অপর দুই আসামি মেজর অবসরপ্রাপ্ত কাজী এমদাদুল হক ও লে. কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া।
এদিকে আদালতের নির্দেশে অধিকতর তদন্ত শেষ করে আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত রয়েছে। তবে অধিকতর তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিতে ৩ মাস সময়ের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।