মুজিবনগর দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় হঠাৎ করে চেয়ারে বসে পড়েন তিনি। অনেকটা অচেতন হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তাকে। এরপর কিছুটা সুস্থবোধ করলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এইচ টি ইমাম।