বিএনপি আগামীকাল ২৮ এপ্রিল জেলা-উপজেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া ৪ মে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে গণঅনশনের কর্মসূচিও দিয়েছে দলটি।
গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, বিচার বহির্ভুত হত্যা, গুম, অপহরণ ও হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।