যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা পাবে বলে আশাবাদী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ রবিবার সচিবালয়ে ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইএসটিআর) দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী মাইকেল ডেলনির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, টিকফা চুক্তি হওয়ার পর দেশটির সঙ্গে সোমবার প্রথম বৈঠক শুরু হবে। বৈঠকেও বাংলাদেশের পক্ষ থেকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা চাওয়া হবে।