নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নাসিম ওসমান ম্যাসিভ হার্টঅ্যাটাকে মারা গেছেন। ইন্না লিল্লাহি....রাজিউন। মঙ্গলবার রাত দেড়টায় ভারতের একটি হাসপাতালে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ছোট ভাই শামীম ওসমান এমপি।
তিনি ডায়াবেটিকে ভুগছিলেন। মরহুমের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শামীম ওসমান।
নাসিম ওসমান গত দশম জতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন। দলের এ সাংসদের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
জানা গেছে, নাসিম ওসমানের মরদেহ বাংলাদেশে আসার পর সংসদ ভবনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নারায়ণগঞ্জে দ্বিতীয় জানাজা শেষে মাসদাইর করবস্থানে তার বাবা ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা এ কে এম শামসুজ্জোহার কবরের পাশে তাকে শায়িত করা হবে।