বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বুধবার পৌনে ১০টা থেকে হামিদ গার্মেন্টেসের শ্রমিকরা ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ শুরু করে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকায় ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার হামিদ গার্মেন্টেসে শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করছিল। আজ সকালে প্রতিবাদী শ্রমিকরা জোটবদ্ধভাবে মহাসড়কে এসে অবস্থান নেয়। পরে তারা মহাসড়ক অবরোধ শুরু করে।
এ অবরোধের ফলে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের সিডস্টোর বাজার পর্যন্ত এক কিলোমিটার ও বিপরীত দিকে হাজিরবাড়ি বাজার পর্যন্ত এক কিলোমিটার মহাসড়কে প্রায় শতাধিক যানবাহন আটকা পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে অবরোধ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।