ইরানে অপহৃত ২২ ব্যক্তিকে বাংলাদেশে ফেরত এনেছে ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
আজ বুধবার সকাল পৌনে ৯টায় সংযুক্ত আরব আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়। রাইট যশোর নামে একটি এনজিও এতে সহযোগিতা করে।
সিআইডি'র পুলিশ সুপার আশরাফুল ইসলাম বলেন, 'বাংলাদেশ থেকে ওই ২২ ব্যক্তি চাকরির আশায় দালালদের মাধ্যমে ইরানের উদ্দেশে যায়। ইরানে না পাঠিয়ে দালালরা ওমান, দুবাই এবং গ্রিসের বিভিন্ন বন্দরে আটকে রেখে তাদের ওপর নির্যাতন করে।
দালালরা বাংলাদেশে অবস্থিত প্রতিনিধিদের মাধ্যমে আটকদের পরিবারের কাছ থেকে কয়েকধাপে বাড়তি টাকা আদায় করেন। পরবর্তী সময়ে ওই ২২ ব্যক্তিকে আবার ইরানে নিয়ে আটক রাখা হয়।
পুলিশ সুপার আরও জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে সিআইডি পুলিশ ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বিষয়টি অবগত করে।