বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশজুড়ে গুম-খুন করছে, এখন দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই।
আজ বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশে কোনো সরকার নেই। আওয়ামী লীগ জবরদখল করে ক্ষমতায় আছে। কারণ ৫ জানুয়ারি নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়নি।
সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, জঙ্গিদের মদদদাতা হলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। কারণ জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় যুবলীগ জড়িত, তা প্রমাণ হয়েছে।