ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে ঘাটের উভয় পাশে ২ শতাধিক যানবাহন আটকা পড়েছে।
দুর্ঘটনা এড়াতে বুধবার রাত সাড়ে ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ৭টি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে ২ শতাধিক পন্য বাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ, ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব