মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার একটি গবাদি পশুর ট্রাক থেকে ৫১ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। যাদের মধ্যে ৯ বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
আটক হওয়া অভিবাসীরা বলছেন, তারা মানব পাচারকারীদের পানামা সীমান্ত পার করে দেয়ার জন্য হাজার হাজার ডলার দিয়েছেন।
গত কয়েক বছর ধরেই কোস্টারিকা এশিয়ার নাগরিকদের দেশটিতে যেতে বাধা দিচ্ছে।
বার্তা সংস্থার এএফপি বলছে, ট্রাকের চালকসহ আরো তিনজনকে পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে। প্রমাণ হলে তাদের দুই থেকে ছয় বছরের জেল হতে পারে।
আটক ৫১ জনের মধ্যে ২৬ জন নেপালের, ৯ জন করে বাংলাদেশের ও সোমালিয়ার, ৪ জন ইরিত্রিয়ার; বাকিরা ইরাক ও পাকিস্তানের নাগরিক। তাদের ইমিগ্রেশন অফিসে হস্তান্তর করা হয়েছে বলে এএফপির খবরে বলা হচ্ছে।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৫/মাহবুব