মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানির জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
এদিন, আদালতে মীর কাসেমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন। রাষ্ট্রপক্ষি ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম।
এর আগে, গত মঙ্গলবার মীর কাসেম আলীর কোন আইনজীবী শুনানি করবেন এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায়, সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির দিন ধার্য করার জন্য ৬ ডিসেম্বর নির্ধারণ করেন আদালত।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে ২০১৪ সালের দোসরা নভেম্বর মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত হয়।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব