বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।
তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন সামাদের আইনজীবী মো. আব্বাছ উদ্দিন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে বসে তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। এ ঘটনায় ২৪ ডিসেম্বর সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ সিলেটে নিম্ন আদালতে মামলা দায়ের করেন। সামাদের পক্ষে মামলা পরিচালনা করেন- অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট সুরুজ আলী, অ্যাডভোকেট সুয়েব আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন ও টিপু রঞ্জন দাস।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৫/মাহবুব