আগামীকাল শুক্রবার ৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। ২০০ নম্বরের এ পরীক্ষা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে চলবে সাড়ে ১১টা পর্যন্ত। ঢাকার ১০৬টিসহ রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে মোট ১৬১টি কেন্দ্রে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখ ১১ হাজার ৩২৬ জন অংশ নেবেন।
ইতোমধ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পরীক্ষার আসন বিন্যাস ও নির্দেশনাবলী প্রকাশ করেছে।
প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ক্যাডারের ১১৭ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। ম্যাজিস্ট্রেটরা পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রের ভেতরে ও বাইরের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।
এবার প্রিলিমিনারি পরীক্ষার হলে সব ধরনের ক্যালকুলেটর, ইলেকট্রনিক যন্ত্রের সঙ্গে ঘড়ি ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। তবে পিএসসি জানিয়েছে, পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ির ব্যবস্থা করা হবে।
পিএসসি জানিয়েছে, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক ও ব্যাগ পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।
গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি, ২০১৫/মাহবুব