ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে দুইদিন ব্যাপী ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-২০১৬’ এর সমাপনী দিনে এই দুইজনের সঙ্গে সাক্ষাৎ করেন তোফায়েল আহমেদ।
আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে পারস্পরিক সহায়তার ক্ষেত্র কিভাবে আরও বৃদ্ধি করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনার পাশাপাশি পারস্পরিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা।
আলাদা করে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি এবং রেলমন্ত্রী সুরেশ প্রভুর সাথেও সাক্ষাৎ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আমহেদ। এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেদেশে যেভাবে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে সে ব্যাপারেও তাঁদের অবহিত করেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী।
ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠকে বসেন তোফায়েল আহমেদ। বর্তমানে পাট ব্যাবসায় যে জটিলতা বিরাজ করছে তা নিরসনে ভারতের পাট ব্যবসায়ীরা বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর নিকট সহযোগিতা প্রত্যাশা করেন। বাণিজ্যমন্ত্রীও ব্যবসায়ীদের জটিলতা নিরসনে সহযোগিতার আশ্বাস দেন। ট্যারিফ ও নন-ট্যারিফ বাধার কারণে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবসায়ীদের যেসকল সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তা সমাধানের লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের সাথে বিস্তারিত আলোচনা করেন।
দুই দিনের এই সামিটে যোগ দিতে বাণিজ্যমন্ত্রীর সাথে এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট মতলুব আহমেদসহ বাংলাদেশের ৪১ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশ গ্রহণ করেন। গতকাল শুক্রবার সামিটের প্রথম দিনে ভারত সহ বিভিন্ন দেশের শিল্পপতিদের কাছে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আহ্বান জানান তোফায়েল আহমেদ। বিনিয়োগের ক্ষেত্রে একাধিক ছাড়েরও প্রস্তাব দেন তিনি।
বিডি-প্রতিদিন/ ০৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন