ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে সোমবার রাতে ত্রিপক্ষীয় সংঘর্ষের পর আহত এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সারা দেশে ডাকা বুধবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে।মঙ্গলবার রাতে মাদ্রাসা কতৃপক্ষগুলোর সঙ্গে বৈঠকে জেলা প্রশাসকের যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর হরতাল প্রত্যাহার করা হয়।
এর আগে, মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ মাসুদুর রহমান (২০) নামে ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়।
এ ঘটনায় মঙ্গলবার ভোর থেকেই এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে কওমি মাদ্রাসার ছাত্ররা। সারাদিন রেল স্টেশন ও আওয়ামী লীগ অফিসসহ বেশ কয়েকটি স্থানে হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ করে তারা। এই ঘটনায় ৭ ঘণ্টা বন্ধ থাকে সিলেট-চট্টগ্রাম অঞ্চলের রেল যোগাযোগ।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব