ঘন কুয়াশায় কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার সকাল ১০টায় আবার ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান।
এর আগে, ঘন কুয়াশায় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
জিল্লুর রহমান জানান, নদীতে হঠাৎ প্রচন্ড কুয়াশা পড়তে শুরু করায় দুর্ঘটনার আশঙ্কায় সকাল ৭টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টার পর আবার ফেরি চলাচল শুরু হয়। তাছাড়া, যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে থাকা ৪টি ফেরি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব