বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শুক্রবার সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বিজ্ঞপ্তিতে খালেদা জিয়া বলেন, 'বর্তমান দুঃসময়ে ড. আর এ গণির পৃথিবী থেকে বিদায় নেওয়া দেশ ও দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। বর্তমানে সুস্থ পরিবেশে গণতন্ত্র চর্চার চরম সংকটকালে তার মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদের পরামর্শ ও উপস্থিতি ছিল খুবই জরুরি। স্বহৃদয় এই মানুষটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাকাল থেকেই নিরলসভাবে দেশ ও দলের জন্য কাজ করে গেছেন।'
তিনি আরো বলেন, 'ড. আর এ গণি ছিলেন এক অনন্য মেধাবী ব্যক্তি। তার শিক্ষাজীবন ছিল অসংখ্য সফলতায় পরিপূর্ণ। একজন কীর্তিমান শিক্ষাবিদ হিসেবে নানামুখী কর্মকাণ্ডে তার মেধা ও মননের প্রতিফলন ঘটতো। জ্ঞানদীপ্ত এই মানুষটি সবসময় রাজনীতির সঙ্গে শিক্ষাকে সম্পৃক্ত করতে চাইতেন। এই ক্রান্তিকালে তার মতো একজন অভিভাবকের বেঁচে থাকা অত্যন্ত জরুরি ছিল। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
অপর এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আর এ গণির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৬/শরীফ