বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অদম্য বাংলাদেশ’ এ প্রাতিপাদ্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ।
এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি অপচয় রোধসহ সাশ্রয়ী ব্যবহারে উৎসাহিত করবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও বেগবান করবে।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা