কুয়াশা কমে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশায় কারণে দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর ফলে দৌলতদিয়া ঘাটে শতাধিক যানবাহন আটকা পড়ে। তবে এখন ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে।
বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌ দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। তবে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম বলেন, সকালে ঘন কুয়াশার কারণে নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে সাতটি ও পাটুরিয়া ঘাট পন্টুনে চারটি ফেরি আটকা পড়ে।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৬/হিমেল