রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনগণের আস্থার প্রতীক এবং বিপদের বন্ধু। রবিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৬ উপলক্ষে আজ শনিবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, এ অধিদফতরের নিবেদিত কর্মীদের তাৎক্ষণিক উপস্থিতি বিপদগ্রস্ত মানুষের মাঝে আশার সঞ্চার করে এবং জনমনে স্বস্তি ফিরে আসে।
তিনি বলেন, অগ্নিনির্বাপণ, প্রাকৃতিক দুর্যোগসহ যে-কোনো দুর্ঘটনায় প্রথমেই জনগণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা কামনা করে। তাই এ অধিদফতরের দায়িত্ব ও কর্তব্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি তা মানবহিতৈষী। এ পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ফায়ার ফাইটার, ডুবুরিসহ উদ্ধার কাজে নিয়োজিত অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের যুগোপযোগী প্রশিক্ষণের পাশাপাশি অধিদফতরের সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক সরঞ্জামাদি সংগ্রহ খুবই জরুরি।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম