পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগে ৩ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত লেনদেনের ঘটনা ঘটছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রবিবার রাজধানীর ধানমণ্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
তিনি জানান, গবেষণায় ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটটিতে শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। ড. ইফতেখারুজ্জামান বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ উপাচার্যের অভিপ্রায়ই চূড়ান্ত বলে বিবেচিত হয়।
ইফতেখারুজ্জামান আরও বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগ্য ও মেধাবীরা নিয়োগ না পাওয়া হতাশা এবং উদ্বেগজনক। এক্ষেত্রে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক প্রভাবও এখানে প্রখরভাবে দানা বেঁধেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের, ট্রাস্টি বোর্ড সদস্য অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব