একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সৎ এবং যোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সংলাপ শেষে রবিবার সন্ধ্যায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ঘণ্টাব্যাপী এ বৈঠক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত জানান। খালেদার জিয়ার দেওয়া ১৩ দফা প্রস্তাবকে সুবিবেচনা প্রসূত প্রস্তাব হিসেবে মূল্যায়ন করেছেন তিনি। এছাড়াও নির্বাচন কমিশন গঠনে এ প্রস্তাব সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেছেন।
বিএনপি মহাসচিব জানান, বাছাই কমিটিতে একজন আহ্বায়ক, যিনি সাবেক প্রধান বিচারপতি ও কমিটিতে চারজন সদস্য রাখার প্রস্তাবনা রাষ্ট্রপতিকে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি জানিয়েছেন আগামী মাসে তিনি সব দলের সঙ্গে সংলাপ শেষ করবেন। সংলাপ শেষ হলে আবারো রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি আলোচনার উদ্যোগ নেবেন বলেও জানান মির্জা ফখরুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব