কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় অর্ধশতাধিক রোহিঙ্গাবোঝাই আরও ৪টি নৌকা ফেরত পাঠানো হয়েছে। এছাড়া উখিয়ার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে আরও ১২ জন রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত পাঠানো হয় বলে জানান টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ।
তিনি বলেন, মায়ানমারের আরকান প্রদেশ থেকে টেকনাফের নাফ নদীর জলসীমানা অতিক্রম করার চেষ্টা করছিল রোহিঙ্গা বহনকারী নৌকাগুলো। এসময় বিজিবির বাধার মুখে নৌকা মায়ানমারে ফেরত যেতে বাধ্য হয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন জন করে রোহিঙ্গা ছিল বলেও তিনি জানান।
এদিকে, কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়ার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ১২ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৬/মাহবুব