নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপ করতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল বঙ্গভবনে গেছেন।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে সংসদের প্রধান বিরোধী দলের ১৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে বঙ্গভবনে প্রবেশ করে।
দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন গঠনে সংবিধান মেনে আইন প্রণয়নের দাবি জানাবে জাতীয় পার্টি। নতুন বছরের শুরুতে দশম জাতীয় সংসদের যে অধিবেশন বসবে, সেই অধিবেশনেই এ সংক্রান্ত আইন প্রণয়নের জন্য বলবে দলটি।
এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ইস্যুতে ৫ দফা প্রস্তাবনা তুলে ধরবে দলটি।
এর আগে খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল ইসি পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে যায়।
বিডি প্রতিদিন/ ২০ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম